Pages

Sunday, July 31, 2022

Frit-c

0 comments
 



 












Readmore...
Sunday, January 20, 2013

দুধের সরের উপকারিতা

0 comments
 

দুধের সরের উপকারিতা

আতাউর রহমান কাবুল
« আগের সংবাদ
31
পরের সংবাদ»
শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁটে চামড়া উঠতে শুরু করে এবং ত্বক শুষ্ক হয়ে যায়। শীতে বেশিরভাগ মানুষই মুখে ভ্যাসলিন, গ্লিসারিন এবং কোল্ড ক্রিম ব্যবহার করেন। সকালে ক্রিম লাগানোর এক ঘণ্টা পরই ত্বক শুষ্ক হতে শুরু করে। বাজারের কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার না করে যদি ঘরে বানানো কোনো ভেষজ জিনিস মুখে লাগানো যায়, তাহলে তা ত্বকের জন্য খুব ফলদায়ী হয়।
* এক চামচ দুধের সর যদি লেবুর রসের সঙ্গে মিশিয়ে মুখে ব্যবহার করেন, তাহলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
* বেসনের সঙ্গে যদি দুধের সর মিশিয়ে মুখে মাখা যায়, তাহলে মুখের রুক্ষ ভাব দূর হবে।
* মুলতানি মাটির সঙ্গে দুধের সর মিশিয়ে মাখলে মুখের গ্লেস বাড়বে।
* তিন-চারটি বাদাম এবং দশ-বারোটি গোলাপের পাপড়ি একসঙ্গে পিশে যদি দুধের সরের সঙ্গে মিশিয়ে মুখে লাগানো যায়, তাহলে মুখের দাগ সব দূর হয়ে যাবে।
* সমুদ্র ফেনার সঙ্গে দুধের সর মিশিয়ে মুখে লাগালেও ব্রন কমে যায়।
* মোসাম্বি বা কমলা লেবুর খোসা পিশে দুধের সরের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে ত্বক নরম ও উজ্জ্বল হয়।
* এক চামচ দুধের সরের সঙ্গে এক চামচ আপেলের রস মিশিয়ে মুখে লাগালে মুখের রঙের পরিবর্তন হয়।
* শীতকালে খুব কাশি হয়। এই কাশি কম রাখতে হলে আধাবাটি দুধের সরের মধ্যে এক চামচ নারকেল গুঁড়ো, পাঁচটি এলাচের টুকরো, দশটি গোলমরিচ পিশে অল্প আঁচে গরম করে নিন। রাতে শোবার আগে পান করুন। এতে আপনার কাশি কমে যাবে।
Readmore...